মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসুদুজ্জামানের দোয়া নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ ডেবিল হান্ট অভিযানে পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ ৩ জন গ্রেপ্তার  ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৮ জন গ্রেপ্তার  শিশু আলিফার মৃত্যু, গালে আঘাতের চিহ্ন মানুষের নখের  যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো: ডিসি নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী ও মাদক ব্যবসায়ী আরমান গ্রেপ্তার  চাষাড়ায় রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ, প্রশাসনের আহ্বানে স্থান ত্যাগ নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গণসংযোগ

নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীরা জানান, আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।