নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীরা জানান, আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Leave a Reply