মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন কবি নিরব রায়হান রায় ঘোষণাকে কেন্দ্র করে মহানগর বিএনপির বিক্ষোভ  কোনো ভেদাভেদ নয়- আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো: মান্নান  রায় ঘোষণার পর সারাদেশের মতো নারায়ণগঞ্জেও নিরাপত্তা জোরদার খুব শিগগিরই এ স্কুল সোনারগাঁয়ের অন্যতম আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে: সজীব বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির  নেতা এস এম আসলাম এবং টিএইচ তোফার বহিষ্কারাদেশ প্রত্যাহার রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবলীগ নেতা আটক ফতুল্লায় আজমেরী ওসমানের দুই সহযোগীসহ ৩ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আল আমিন  ডেঙ্গু আক্রান্ত টিপুকে দেখতে গিয়ে পাশাপশি মাসুদুজ্জামান – সাখাওয়াত 

নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন কবি নিরব রায়হান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তি–এনসিপির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান
১৭ নভেম্বর; সোমবার রাতে রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন তিনি৷ এসময় উপস্থিত ছিলেন— দলটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত।
মনোনয়নপত্র গ্রহণকালে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন এবং শুভ কামনা জানান।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর নিরব রায়হান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পর জনমানুষের মাঝে একটি নতুন আকাঙ্খার সৃষ্টি হয়েছে৷ বিগত ৫৪ বছরের যে রাজনৈতিক সিস্টেম এবং গত ১৬ বছরের যে কলঙ্কিত অধ্যায় এই জাতি দেখেছে তা থেকে সাধারণ জনগণ মুক্তি চায়৷ আমরা দেখেছি, বিগত সময়ে রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী অবৈধভাবে এই অঞ্চলের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, ক্ষমতা দখল করে রূপগঞ্জের মানুষকে কুক্ষিগত করে রেখেছে। দখল করেছে মানুষের বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানান কিছু। এখানে অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজ, লুটপাটের স্বর্গরাজ্য কায়েম হওয়ায় শিক্ষা ব্যবস্থায়ও হয়েছে ক্ষতিসাধন৷ সঠিকভাবে হয়নি আমাদের শিক্ষার মানোন্নয়ন। দেশের অর্থনৈতিক কাঠামোতে যেই রূপগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই রূপগঞ্জই মূলত বৈষম্যের শিকার৷ পরতে-পরতে বৈষম্যমূলক আচরণ দেখেছে এই আসনের মানুষ৷ রূপগঞ্জের প্রতিটি মানুষকে আমি সেই মুক্তির পথ দেখাতে অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “হাসিনার ফ্যাসিবাদী আমল এদেশের জনগণ আর কখনো দেখতে চায় না৷ আজ হাসিনার রায়ে শহীদ পরিবার, আহতরা সহ দেশবাসী খুশী। এই খুশীর দিনে আমি রূপগঞ্জের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এই খুশীর জোয়ার রূপগঞ্জবাসীর জন্য অব্যাহত রাখতে চাই৷ এতে সবার দোয়া ও আন্তরিকতা কামনা করি৷”

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ও গণঅধিকার পরিষদের প্রার্থী কাওছার আলী। তারাও চালাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।