শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র আইভী কারাগারে রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের ওপর হামলা: এনইউজে’র নিন্দা  সাবেক মেয়র আইভী’র বাড়িতে পুলিশের অভিযান, এলাকাবাসীর অবরোধ  নানা আয়োজনে উদযাপিত নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যানজট নিরসনে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসগুলো দ্রুত সরিয়ে নিতে হবে –ডিসি নানাবিধ অনিয়মের অভিযোগে বিআরটি’র অফিসে দুদকের অভিযান রূপগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর গুড়িয়ে দিলো দুর্বৃত্তরা: থানায় মামলা প্রতিশ্রুতি অনুযায়ী ৭ দিনের মধ্যেই ৪ শয্যা বিশিষ্ট আইসিইউর শুভ উদ্বোধন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে সাবেক কাউন্সিলর সাদরিল

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সৃষ্ট ঘটনায় উপয় পক্ষের মামলা প্রত্যাহার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে গত ২৯ অক্টোবর স্থানীয় একদল ফটোসাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আগতদের হাতাহাতির মত ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষেই মামলা দায়ের করে।
পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সামাজিক সমঝোতার মাধ্যমে আপোষ মীমাংসা হয়। একইসঙ্গে উভয় পক্ষ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেনের চেম্বারে দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর লক্ষ্যে আপোষ মীমাংসার একটি আপোষনামা ও মামলা প্রত্যাহারে উভয় পক্ষ স্বাক্ষর করে।
এরমধ্যে দিয়ে উভয়পক্ষ আগামী দিনগুলোতে কেউ কারো বিরুদ্ধে কোনো প্রকার অশালীন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অপ্রীতিকর ঘটনার সমাপ্তি টানেন।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ. এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল,কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, ক্লাবের ম্যানেজার মো: মাসুম বিল্লাহ, মাসুদ রানা রনি, রাশেদুল ইসলাম, মো: জাহাঙ্গীর, মো: কাইয়ুম, মো: রফিকুল্লাহ রিপন, মো: শহীদ, আলী হোসেন টিটু দেওয়ান, মো: মশিউর, মো: জাহিদ হোসেন, মেহেদী হাসান, লিমন দেওয়ান, ইমরান আহমেদ, নাজমুল ও কমল প্রমুখ উপস্থিত থেকে আপোষনামা স্বাক্ষর করেন।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।