নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
কেন্দ্রীয় কমিটি থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রতি ৩ টি নিদেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনাগুলো হলো, ‘নারায়ণগঞ্জ জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটি অনুমোদনের ক্ষেত্রে জেলা বিএনপি’র আহবায়ক জনাব মামুন মাহমুদ, ১নং যুগ্ম আহবায়ক জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এবং যুগ্ম আহবায়ক জনাব মাশেকুল ইসলাম রাজীব এর যৌথ স্বাক্ষর থাকতে হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটিকে ৩১ (একত্রিশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে উন্নীত করে একটি লিখিত তালিকা আগামী ০৭(সাত) দিনের মধ্যে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে। আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে জেলাধীন সকল স্তরের ইউনিট সমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করতে হবে।’
Leave a Reply