নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
রবিবার ( ২৩ নভেম্বর) বিকেলে বন্দর ইউনিয়নের পুরান বন্দর, ঝাউতলা, কাজীবাড়ী, মোল্লাবাড়ী ও সিরাজ শাহ’র মাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহীদ ইশতিয়াক সিকদার, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসীন উল্লাহ, কৃষকদল নেতা ফারুক হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
Leave a Reply