নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দীর্ঘ ১৬ বছর পর নারায়ণগঞ্জের চৌধুরীবাড়ী ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আদলে এই ভোটগ্রহণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ডিএইচ বাবুল। আগামী ২০ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোদনাইল একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএইচ বাবুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর চৌধুরীবাড়ী ব্যবসায়ী অ্যাসোসিয়েশন নির্বাচনকে একটি শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে উপহার দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের ডিসি, এসপি, যৌথ বাহিনী, র্যাব ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।”
প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটারদের জন্য ছবি ও নাম সম্বলিত ব্যালট পেপার দেওয়া হবে, যাতে তারা সহজেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। প্রার্থীরা একবারই ভোটকেন্দ্রে আসতে পারবেন, বারবার নয়। প্রার্থীদের ফেস্টুন ও ব্যানার নির্দিষ্ট মাপে তৈরি করতে বলা হয়েছে। ভোটারদের কাছে নাম সম্বলিত স্লিপ পৌঁছে দেওয়া হবে, যা নিয়ে এসে তারা ভোট দিতে পারবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তিনি বলেন, “আগামীকাল নির্বাচনে সকলে যেন উৎসাহ নিয়ে ভোট দেন, আমরা সেই প্রত্যাশা করি। প্রার্থীদের মিছিল ও প্রচারণায় আমি অভিভূত হয়েছি।”
নির্বাচন কমিশনার জাহাঙ্গীর হোসেন স্বাধীন বলেন, “চৌধুরীবাড়ী ব্যবসায়ী অ্যাসোসিয়েশন সব সময় একটি আলোচিত সংগঠন, কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গঠিত হয়নি। এবার আনন্দময় পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে।” নির্বাচন মানে ভোটারদের চাহিদা অনুযায়ী একটি কমিটি গঠন করা, যা সংগঠনের জন্য মঙ্গল বয়ে আনবে বলে তিনি মন্তব্য করেন।
আরেক নির্বাচন কমিশনার সাগর প্রধান বলেন, এবারের মতবিনিময় সভাটি প্রার্থী ও ভোটারদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি পরাজিত প্রার্থীদের হতাশ না হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা আইন লঙ্ঘন করে বিজয়ী হবে, তারা সম্মানিত হতে পারবে না।
নির্বাচন কমিশনার শেখ অপু বলেন, এই নির্বাচন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, “বিগত ১৬ বছর যারা দায়িত্বে ছিলেন, তাদের হংকারেই অনেক ব্যবসায়ী চুপসে বসে ছিলেন। আজ ব্যবসায়ীরা আনন্দময় পরিবেশে ভোট দেওয়ার প্রহর গুনছেন।”
এই নির্বাচনে ১৭টি পদের মধ্যে ৫টি পদে (সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক) মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply