বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ  ব্যানার ও ফেস্টুন অপসারণের মধ্যে দিয়ে গ্রীন এন্ড ক্লিন শহর পরিকল্পনার বাস্তবায়ন শুরু-ডিসি নিহত ছাত্রদল কর্মী অপূর্বের পরিবারকে তারেক রহমানের ফোন, দিলেন সান্ত্বনা  বিএনপি নেতাকে পিটিয়ে থানায় দিলেন প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা  সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর সোহাগের মৃত্যু  সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার  ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তোফাজ্জল গুরুতর আহত ও জাকিরের মোটরসাইলে অগ্নি সংযোগ ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল আভিযানিক কার্যক্রম’ নামে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৪৫ জন গ্রেপ্তার 

দলের ভিতরে অপশক্তি ও বিভেদ সৃষ্টি হতে দেয়া যাবে না: রাজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, আপনারা যে যেখানে আছেন, ওয়ার্ড বা ইউনিয়নে প্রত্যেকে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি। ঐ খানের নেতা শুধু আপনীই । আপনাকে দেখেই নারায়ণগঞ্জের মানুষ চিন্তা করবে জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের জন্য কি করবে।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায়  হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের চত্বরে  নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাজীব আরও বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আপনারা মামলা খেয়েছেন, জেল খেটেছেন, পরিবার থেকে আলাদা থাকতে হয়েছে। আপনাদের আত্মত্যাগের কারণে এদেশ মুক্ত হয়েছে। আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও আমাদের লক্ষ্য এখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনা।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এ কর্মসূচি সফল করতে আমাদের প্রতিটি কর্মীকে একসঙ্গে কাজ করতে হবে।

রাজীব আরও বলেন, আমরা দলীয় কাজের মধ্যে গুণগত পরিবর্তন আনতে চাই। দলের ভিতরে অপশক্তি ও বিভেদ সৃষ্টি হতে দেয়া যাবে না। সকল নেতাকর্মীকে সম্মান দেখাতে হবে, তবেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

তিনি বলেন, এখন দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করছে। আসন্ন নির্বাচনে বিএনপি বৃহত্তম আসন পাবে। নির্বাচন যদি স্বাধীনভাবে হয়, তাহলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমাদের লক্ষ্য হলো জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য আমাদের দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং আগামী কমিটিগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হতে হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিটসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবী দল সহ  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন এবং  ফুলেল  শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে মাশুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে  আনন্দ মিছিল করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি নগরীর  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বর ঘুরে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে শেষ হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।