নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে।”
সোমবার (১৪ এপ্রিল) ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমানকে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিন বলেন, “গডফাদার শামীম ওসমানকে মানুষ আজ তোমাকে ঘৃণা করে। তুমি ২০০১ সালেও পালিয়েছিলে, ২০২৪ সালেও পালিয়েছো। তুমি কাপুরুষ। আমরা জেলে গিয়েছি, দেশ ছাড়িনি। পলাতক থেকেছি, স্ত্রীর জানাজায়ও অংশ নিতে পারিনি। তবুও ঈদের শুভেচ্ছা দিতে এসেছি।”
তিনি আরও বলেন, “প্রেসক্লাব আমাদের পরম বন্ধু। তারা আমাদের ভুলত্রুটি তুলে ধরে। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে শিল্প-সংস্কৃতি সব জায়গায় তারা (সরকার) দখল করে নিয়েছে, পছন্দের লোক বসিয়েছে।”
নিজের নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে গিয়াসউদ্দিন বলেন, “আমি যখন নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পাই, বাবা বললেন—‘আলহামদুলিল্লাহ’। পরে নেত্রীও আমাকে মনোনয়ন দেন। প্রচারে যখন নামি, কেউ আমার সঙ্গে আসত না। ইসদাইরের মরহুম শাহীন এসে বলেন, ‘আপনি গাড়িতে থাকেন, আমরা পাশে থাকবো।’ গুলি চললে আমরা আগে মরবো। সেই সাহস আমাকে শক্তি দিয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, এস.এম. আসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ,সহকারী সাধারণ সম্পাদক এহসানুল কবির টিপু ও নাছির প্রধান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান উজ্জল।
Leave a Reply