মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দেশকে বাঁচাতে হলে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে: আহবায়ক মামুন মাহমুদ  আপনি কোনো ব্যক্তিকে ভোট দিবেন না, ধানের শীষে ভোট দিবেন: অ্যাড. সাখাওয়াত  বিএনপি নির্বাচিত হলে শিক্ষকদের সব সমস্যা দূর করা হবে: কাজী মনির সিদ্ধিরগঞ্জে সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন”র আনুষ্ঠানিক উদ্বোধন নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীরা গুলশান কার্যালয়ে, ঐক্যবদ্ধের নির্দেশ  শহরের খানপুরে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যা আমার একমাত্র ছেলে আবুল কাউছার আশাকে বন্দরবাসীর জন্য দান করে দিলাম: অ্যাড. কালাম বন্দরে খেয়াঘাটে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র, আহত ৫ জন মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ১৩ নং ওয়ার্ড ৩১ দফা নিয়ে আনু’র গণসংযোগ ও লিফলেট বিতরণ  তথ্য মানসম্মত না হলে সমাজে-রাষ্ট্রে ঝামেলা সৃষ্টি হয়: ডিসি জাহিদুল ইসলাম 

তথ্য মানসম্মত না হলে সমাজে-রাষ্ট্রে ঝামেলা সৃষ্টি হয়: ডিসি জাহিদুল ইসলাম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। একসময় বলা হতো নলেজ ইজ পাওয়ার; এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। কিন্তু এই ইনফরমেশন হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত।তাই আমি আশা করি নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান ব্যুরো বিনিয়োগ, মূল্যস্ফীতি, বেকারত্ব, শ্রমবাজার, দারিদ্র্য দূরীকরণ, জন্ম মৃত্যুর সংখ্যা নিরুপন,ফসল উৎপাদন ও সংগ্রহ, জনমত জরিপ ও জনগণের জীবন যাত্রার মান জরিপ,জনশুমারী,কৃষি শুমারী ও অর্থ শুমারী ইত্যাদি বিষয়৷ সহ সকল বিষয়গুলি সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে সঠিক ও মানসম্মত ভাবে পরিসংখ্যান করবেন এবং রাষ্ট্রের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবেন।

এদিন বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, তথ্য মানসম্মত না হলে সমাজে-রাষ্ট্রে ঝামেলা সৃষ্টি হয়। রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সমস্যার সৃষ্টি হয়। আমাদের প্রত্যাশা যারা তথ্য নিয়ে কাজ করবেন তারা যেন সমাজের রিয়েল চিত্রটা তুলে ধরেন।
তাদের তথ্য যেন মনে হয় আস্থার জায়গা। তথ্য যেন নির্ভরযোগ্য হয়।

নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ স্কাউটের সদস্যবৃন্দ ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।