বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ঢাকার বিজয় র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির যোগদান নয়াপল্টনে বিজয় র‌্যালিতে হাজারো নেতাকর্মী নিয়ে গিয়াসউদ্দিনের যোগদান বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের তাক লাগানো বিজয় মিছিল দেশের প্রথম বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শ্রদ্ধা নিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার। ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি  আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে: জেলা প্রশাসক  জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এনসিপি-ছাত্রদলের মধ্যে উত্তেজনা মামুন মাহমুদের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি বন্দরে র‌্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

ঢাকায় ৬ আগষ্ট বিএনপির বিজয় মিছিলে অংশগ্রহণে মাসুদুজ্জামানের আহ্বান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আগামী ৬ আগস্ট (বুধবার) বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিতব্য ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ছাত্র-জনতার বিজয় মিছিল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসনটির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে মাসুদ বলেন, আজ ক্যালেন্ডারের হিসেবে ৩ আগস্ট, কিন্তু ইতিহাসের নির্মম প্রহসন বলছে, এই দিনটি ৩৪ জুলাই। কারণ সেই মাসে আমরা দিন গুনেছিলাম হাসিনার পদত্যাগ ও রক্তমাখা সূর্যোদয়ের।

তিনি আরও বলেন, আমরা এখন অপেক্ষায় আছি গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আলোকবর্তিকার, যার নেতৃত্বে আছেন দেশনায়ক তারেক রহমান। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ৬ আগস্টের কর্মসূচি হচ্ছে আমাদের বিজয়ের প্রতীকী উদযাপন।

মাসুদুজ্জামান মাসুদ জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে নেতাকর্মীরা ব্যানারসহ ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, “জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়। তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা প্রস্তুত।

তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সব দেশপ্রেমিক নাগরিক, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ৬ আগস্টের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জয় আমাদের হবেই, আন্দোলনই আমাদের পথ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।