শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের পুনর্নির্ধারণ নিয়ে রাজনীতিবিদ মাসুদুজ্জামানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া  সাবেক কাউন্সিলর ইকবালের শাশুড়ীর রুহের মাগফেরাত কামনায় দোয়া তারা ‘মব জাস্টিস’-এর মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে: রফিউর রাব্বি জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা এদেশের ৯৯% মানুষই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী: এড. সাখাওয়াত  বন্দরে কুদ্দুস হত্যা মামলার প্রধান আসামি রানা গ্রেপ্তার  আমরা এমপি হতে চাই, নেতা হতে চাই; কিন্তু জনগণ চায় সেবা: গিয়াসউদ্দিন  মদনপুর-মদনগঞ্জ সড়কের বেহাল দশা,সংস্কারের দাবিতে সড়ক অবরোধ জাতীয়তাবাদী দলের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতা-কর্মী: আবুল কাউছার আশা নারায়ণগঞ্জ ৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন সাদরিল

জাতীয়তাবাদী দলের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতা-কর্মী: আবুল কাউছার আশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা বলেন, “জাতীয়তাবাদী দলের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতা-কর্মী, সেই সাথে দলের জন্য ক্ষতিকর হলো, যদি কোন নতুন সদস্য সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের দোসর, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নয়।

শুক্রবার (১ আগস্ট) বিকালে শহরের পুরাতন জিমখানা এলাকায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বর্তামন সময়ে ভালোভাবে চলার এবং চাঁদাবাজীর জন্য এই সদস্য ফরম সংগ্রহ করে সেটি দলের জন্য ক্ষতিকর। সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র নেত্রীবৃন্দের সচেতন ভাবে সদস্য নবায়ন করার আহ্বান জানান।

আমরা অনেকেই মনে করছি সু-সময় চলে আসছে, আমি বলছি আমাদের এখন দুঃসময় কাটেনি। কারণ, আমরা যে ১৭ বছর আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষ যে ভোট দেবে, সেই ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত হবে। এবং একটি দলীয় সরকারের গঠন হবে, যারা মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে।”

তিনি বলেন, কিন্তু দেখুন, নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। একজন বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। এটা একধরনের প্রোপাগান্ডা বা প্রক্রিয়া চলছে, যাতে কোনোভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় বা নির্বাচন পেছিয়ে দেওয়া হয় একটি অনির্বাচিত সরকার আনার লক্ষ্যে।

মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সদস্য আমিনুর ইসলাম মিঠু, সাবেক সদস্য মোহাম্মদ হোসেন কাজল, সাবেক সহসভাপতি মো. তাহের আলী, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনছুর উদ্দিন পলিন, জেলার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামাল, শহর বিএনপির সাবেক সহসভাপতি মো. আনোয়ার দেওয়ান, শহর বিএনপি সাবেক সহসভাপতি মো. আবুল হোসেন সরদার, সাবেক কোষাধ্যক্ষ মো. সুজন মাহামুদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর বেপারী, ১৪নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দিদার খন্দকার প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।