শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিজেদের মধ্যে কুৎসা রটানো বন্ধ করে এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার: মাসুদুজ্জামান মাসুদ  নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা ও নগত টাকাসহ ৬ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের সাথে অধ্যাপক মামুন মাহমুদ এর মতবিনিময়  দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: এডিসি জনগণকে বোঝাতে হবে, ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়: রাজিব বিএনপি হচ্ছে জনগণের দল, এ দল গণতন্ত্রের প্রতীক: মান্নান  সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ১৯ বোতল ফেনসিডিলসহ দুই কারবারি আটক বিনামূল্যে ‘ফ্রী টেলিমেডিসিন সেবা’ চালু করেছেন খোরশেদ জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে মাঠে নেমেছে যুবদলের নেতা রনি ফতুল্লায় পরিত্যক্ত দোকানে বসিরের লাশ,পরিবারের দাবী পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

জনগণকে বোঝাতে হবে, ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়: রাজিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ভিপি মাশুকুল ইসলাম রাজিব।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে প্রচারণা শুরু করেন তিনি। এরপর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দোকানপাট, পথচারী ও রিকশাচালকদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন রাজিব।

প্রচারণা শুরুর আগে অনুষ্ঠিত পথসভায় ভিপি রাজিব বলেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিটি মহল্লা ও গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। জনগণকে বোঝাতে হবে, ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়।”

তিনি আরও বলেন, “ধানের শীষ বিজয়ী হলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি ফের সচল হবে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে।”

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের অর্জন তুলে ধরে তিনি বলেন, “বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করেছে, নারীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করেছে। আর তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন- বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য সব ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করা হবে।”

প্রচারণাকালে ফতুল্লা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।