শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন তেলাওয়াত ও এতিম শিশুদের নিয়ে দোয়া মান্নানের ঘরে ঘরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৌছে দিয়েছি, জনগণের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জের চাঁদাবাজ, মামলা বাণিজ্য ও সন্ত্রাসী চক্রের স্বার্থ রক্ষায় মাসুদুজ্জামানকে নিয়ে যড়যন্ত্র করছে  নাসিকের অভিযানে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ  নগরীর জিমখানায় লেক থেকে অজ্ঞাত লাশ উদ্ধার ঘটনায় অন্যতম আসামী লিমন গ্রেপ্তার ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো পার্কিং করা বাস সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছিল  প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমাদের কাছে সমান: ডিসি রায়হান কবির আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি, এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছানো: মাসুদুজ্জামান  মুকুল, শকু ও মুরাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

ঘরে ঘরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৌছে দিয়েছি, জনগণের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি: মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেট থেকে শুরু করে ১নং রেলগেট, ঐতিহ্যবাহী বোসকেবিন, টানবাজার ও মিনাবাজার এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাসুদুজ্জামান বলেন, “ঘরে ঘরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৌছে দিয়েছি। জনগণের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। জাতীয়তাবাদী দলের জাগরণ হয়েছে। আশা করি নির্বাচনে, নারায়ণগঞ্জ সদর ও বন্দরের জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

গণসংযোগকালে নগরীর বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত লোকজন, পথচারী ও জনসাধারণের সাথে কথা বলেন মাসুদুজ্জামান। তারা স্বতস্ফুর্তভাবে মাসুদুজ্জামানের পাশে থাকার কথা বলেন। রাস্তার দুইপাশের বিভিন্ন শপিংমল ও বহুতল ভবন থেকে সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানান মাসুদুজ্জামানকে।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।