নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যবাড্ডাস্থ ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের ব্যবসায়িক কার্যালয়ে গত শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিকল্পধারা বাংলাদেশ প্রচার কার্যক্রম চালাবে।
সভায় জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বি চৌধুরী ২০০৪ সালে বিকল্পধারার রাজনৈতিক দর্শনে যে সংস্কার ও পরিবর্তনের কথা তুলে ধরেছিলেন, তার মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকা, সংসদে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলকে প্রদান এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন গঠন।
জুলাই জাতীয় সনদের অধিকাংশ সংস্কার ও পরিবর্তনের বিষয় বিকল্পধারা বাংলাদেশের রাজনৈতিক দর্শন ও চেতনাকে ধারণ করে। সে কারণে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নকে বিকল্প রাজনীতির একটি নৈতিক বিজয় বলে উল্লেখ করেন।
প্রেসিডিয়াম সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়, উত্তাল জুলাই আন্দোলনের সময় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও অধ্যাপক ডা. বি চৌধুরী আন্দোলনের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রকাঠামো নতুনভাবে বিনির্মাণে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করেন বিকল্পধারা বাংলাদেশ।
প্রেসিডিয়াম সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. ওয়াসিমুল ইসলাম, মো. মহসিন চৌধুরী, মো. আসাদুজ্জামান বাচ্চু, মো. আইনুল হক ও জুবরান গাজী।পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানজিলা মান্নান, তাসফিক মান্নান, তাজরিনা মান্নান ও আমিনুল ইসলাম বুলু।
Leave a Reply