নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন এবং নির্ধারিত স্থান কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় অবস্থান নেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজ আমরা সেই ত্যাগের বিনিময়ে নেত্রীকে বরণ করে নিতে এসেছি “ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাবন্দি ছিলেন। আমরা বহু চেষ্টা করেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারিনি। আজকে তিনি নিজেই চিকিৎসা শেষে দেশে ফিরেছেন-এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত।
এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
Leave a Reply