মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা, থানয় অভিযোগ  সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া  ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম বন্দরে তাওহীদ হত্যা,ঘটনার ১০ দিন পর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ  বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমাদের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে এই ভোটের অধিকারের জন্য। আপনারা দেখেছেন, আমরা অতীতে কীভাবে এই এলাকায় মানুষের জন্য কাজ করেছি। আমরা ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো।”

সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা এখানে এসেছি শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে। আমাদের নেত্রী বেগম খালেদা ও আমাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকো আমাদের মাঝে নেই। তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি ও সিবিএ নেতা মাসুদ আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সালেহ আহম্মেদ, মাসুদ রানা, হুমায়ূন কবির, মহসিন আহম্মেদ, কামরুল জামান মুন্সি, মুকুল সিদ্দিক, আব্দুর জব্বার, আলি হোসেন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ১৭ বছর ধরে অপেক্ষা করছেন। এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। আবুল কালাম সাহেব একজন পরীক্ষিত নেতা। তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করেছেন, তার কোনো বদনাম নেই। আজ সকলকে তার পক্ষে ঘরে ঘরে যেতে হবে।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “প্রতিটি নেতাকর্মীকে আবুল কালাম হয়ে জনগণের কাছে যেতে হবে এবং ধানের শীষে ভোট চাইতে হবে। আবুল কালাম সাহেব তিনবার নির্বাচিত হয়েছেন, কিন্তু কখনও নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেননি। তিনি গডফাদার হতে চান না, মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজদের আশ্রয়দাতা হতে চান না। তিনি নারায়ণগঞ্জকে গডফাদারমুক্ত করতে চান।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।