রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এবার নারায়ণগঞ্জে বহিষ্কারাদেশ প্রত্যাহার তালিকায় আসতে পারে এটিএম কামালের নাম বিএনপির দুঃসময়ে আমি নেতাকর্মীর পাশে ছিলাম: মান্নান এবারও আপত্তির মুখে সংক্ষিপ্ত করা হলো লালন সাধুসঙ্গের আয়োজন বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ  সিদ্ধিরগঞ্জের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শনে জেলা প্রশাসক  লুন্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে: পুলিশ সুপার  মাসুদুজ্জামানের উদ্যেগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম’কে সমাজ কল্যাণ ক্লাবের সংবর্ধনা ভূমিকম্পের পর বন্দরে একটি তুলার কারখানায় ভয়াবহ আগুন  তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

এবার নারায়ণগঞ্জে বহিষ্কারাদেশ প্রত্যাহার তালিকায় আসতে পারে এটিএম কামালের নাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত তুলে নেওয়া হতে পারে—দলের বিভিন্ন সূত্রে এমন আলোচনা জোরালো হচ্ছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ বিএনপির বেশ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় দলীয় মহলে ধারণা করা হচ্ছে, বহিষ্কৃতদের তালিকায় এবার বিবেচনায় আসতে পারেন এটিএম কামালও।

২০২২ সালের ১৮ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এটিএম কামালকে বহিষ্কার করে বিএনপি। ওইদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। একই ঘটনায় তৈমূরকে জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই স্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান এটিএম কামাল। এরপর থেকে তিনি সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও সাম্প্রতিক সাংগঠনিক পরিবর্তনের ধারাবাহিকতায় আবারও আলোচনায় এসেছে তার ফেরা।

এরই মধ্যে গত বুধবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু এবং নাসিক ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম নবী মুরাদ—এই তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। আবেদনের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল। এর আগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেনসহ আরও কয়েকজন নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়।

একাধিক বহিষ্কারাদেশ প্রত্যাহারের ধারাবাহিকতা এবং চলমান সাংগঠনিক পুনর্বিন্যাসকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে—এবার কি ফিরছেন এটিএম কামাল? দলীয় সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় সিদ্ধান্তে তার বিষয়টি বর্তমানে ‘পুনর্বিবেচনার আলোচনায়’ রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।