বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
পরিবেশদূষণকারী তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশু নিহত এনসিপির প্রার্থী আল-আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি সোনারগাঁয়ে ছিনতাইকারী ধরে তাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশায় আগুন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির প্রার্থী আলআমিনের উপর হামলার চেষ্টা, আহত ২ আপনাদের সমর্থন ছাড়া আমি এক কদমও এগোতে পারতাম না: গিয়াসউদ্দিন  মনোনয়ন বৈধ ঘোষণার পর আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে: মাকসুদ হোসেন  গণভোট হ্যাঁ’ বা ‘না’—যেটিতে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত: ডিসি সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে বেকারিকে এক লাখ টাকা জরিমানা চাষাড়ায় বাবুর্চি রায়হান হত্যার মূল আসামী রাজ্জাকের চার সহযোগী গ্রেপ্তার 

এনসিপির প্রার্থী আল-আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি রেকর্ড করা হয় বলে জানান এ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

এর আগে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঁশমুলি এলাকায় এনসিপির এ প্রার্থীর উপর হামলার চেষ্টা চালানো হয়।

এই ঘটনার পর নিরাপত্তা চেয়ে থানা করা জিডিতে আল আমিন লিখেছেন, তাকে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে প্রাণ-নাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। গালাগালিও করা হয়েছে তাকে। এছাড়া, তার সংগঠনের নেতা-কর্মীদেরও বিভিন্ন নম্বর থেকে হুমকি দেয়া হচ্ছে।

এতে এ সংসদ সদস্য প্রার্থী নিজে এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান আব্দুল্লাহ আল আমিন।

এদিকে, বুধবার সন্ধ্যায় আল আমিনের উপর হামলার চেষ্টাকারী দুই ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে র‌্যাব ও পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।