সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ওসমান হাদী হত্যা চেষ্টায় সন্দেহভাজন ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আটক গুপ্ত রাজনীতির যে ট্র্যাডিশন, তা এখন দৃশ্যমান হচ্ছে: রাজিব বুড়িগঙ্গায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবলো বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫ শ্রমিক শহীদ বুদ্ধিজীবী দিবসে যুবশক্তির আলোচনা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে সুজনের গোল টেবিলে বক্তারা, “নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে” নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব গুলি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে: টিটু সেলিম ওসমানের শেল্টারদাতা বিএনপির প্রার্থী, এনসিপি নেতার স্ট্যাটাস আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিব ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান বন্দরে গোয়াল ঘড় থেকে এক রাখালের ঝুলন্ত লাশ উদ্ধার  এই বাংলাদেশের অমূল্য রত্ন বেগম খালেদা জিয়া: মান্নান

একজন প্রার্থীর ওপর হামলা প্রমাণ করে নির্বাচনের পরিবেশ এখনও ঘোলাটে: আল-আমিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, “একজন প্রার্থীর ওপর হামলা প্রমাণ করে নির্বাচনের পরিবেশ এখনও ঘোলাটে। নারায়ণগঞ্জেও আমাদের বিভিন্ন প্রার্থীর ব্যনার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে এবং ব্যনার লাগাতে গিয়ে অনেকে হামলার শিকার হয়েছেন। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পূর্বে আল আমিন এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “নির্বাচন পেছানোর দাবি করব না। তফসিল ইতিমধ্যে হয়েছে, সেটিকে আমরা স্বাগত জানাই। তবে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া সরকারের, প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এই ধরনের হামলার ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে সরকার প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না। ফলে তাদের ব্যর্থতার দায় নেওয়া জরুরি।”

আল আমিন আরও বলেন, “হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করতে হবে এবং ভবিষ্যতে দেশের নাগরিক ও বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তির ওপর হামলার পুনরাবৃত্তি রোধের জন্য সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

তিনি অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ভিন্ন দল হলেও দেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে।”

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক সভাপতি মাহফুজ খান প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।