বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কাশীপুরে মনোনয়ন প্রত্যাশী শাহআলমের গণসংযোগ ও লিফলেট বিতরণ  দোষারোপ নয়, সবাই মিলে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে: ডিসি জাহিদুল ইসলাম  তোপের মুখে বিকেএমইএ’র সভাপতি হাতেম, আওয়ামীলীগের দোসর স্লোগান  রূপগঞ্জে গোপন বৈঠক চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী আটক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  যারা চব্বিশের জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির জোট সম্ভব না: হাসনাত আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তারা জানেন আমার অবস্থান কোথায় ছিল: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলী আমাদেরকে প্রথম ভালো হতে হবে। এরপর আমাদের দলটাকে ভালো করতে হবে: গিয়াসউদ্দিন লুট হওয়া অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

আমাদেরকে প্রথম ভালো হতে হবে। এরপর আমাদের দলটাকে ভালো করতে হবে: গিয়াসউদ্দিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতির ক্রান্তিলগ্নে পথ প্রদর্শক আখ্যা দিয়ে তাঁর নিঃস্বার্থ দেশপ্রেমের কথা তুলে ধরেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আপোষহীনভাবে দেশের কল্যাণে কাজ করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় মরহুম স. ম. নুরুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম স. ম. নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

তিনি বলেন, সমগ্র জাতি আমাদের প্রিয় নেতা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানকে পেয়েছিল জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে পথ দেখানোর জন্য। তাকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে সেবা করার সুযোগ দিয়েছিলেন। সেই সততা, দৃষ্টতা তার প্রতি যে মানুষের অগাধ বিশ্বাস ছিল তিনি তা রক্ষা করেছেন। তিনি (জিয়াউর রহমান) দেশসেবা, দেশের কল্যাণে কাজ করেছেন নিঃস্বার্থভাবে। যার কারণে তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি।

তিনি বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে বলেন, তিন তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি স্বৈরাচার ও অন্যায় বিরোধী আন্দোলন করেছেন, কারো সাথে আপোষ করেননি, সেই জন্য তিনি আপোষহীন নেত্রী উপাধি অর্জন করেছেন।

সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুম স. ম. নুরুল ইসলামকে জাতীয় বিপ্লবী নেতা ও মহান মুক্তিযুদ্ধের সিপাহসালার হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, “স. ম. নুরুল ইসলাম ভাই ছিলেন সাংগঠনিক ব্যক্তি, একজন আতিথিপরায়ণ মানুষ। তিনি ছিলেন অনেক দলীয় নেতাদের শিক্ষা গুরু, সত্যনিষ্ঠ একজন ব্যক্তি। তিনি আমাদের সাথে রাজনীতি করতে গিয়ে তার যে ভূমিকা পালন করে গেছেন, এই ভূমিকা থেকে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই এমন সাংগঠনিক লোক আমাদের দলে এখন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এমন সাংগঠনিক লোক আগামীতে সহসা পাওয়া যাবে কিনা সেটাও কঠিন।”

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, রাজনীতিতে সফল হতে হলে নিজেদের পরিবর্তন আনতে হবে। ভালো সৎ মানুষ যদি কেউ না হয় তার দ্বারা ভালো কাজ ও সৎ কাজ করা কোন ভাবেই সম্ভব নয়। আমরা যারা রাজনীতি করি প্রথম আমাদের পরিবর্তন আমাদেরকে হতে হবে। কারো মধ্যে যদি ভুল ত্রুটি থেকে থাকে এটা আমাদেরকে বিসর্জন দিতে হবে, ছেড়ে দিতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদেরকে প্রথম ভালো হতে হবে। এরপর আমাদের দলটাকে ভালো করতে হবে। দলে যদি ভালো মানুষ না থাকে, ওই দল দিয়ে কি দেশের বা দেশের মানুষের কোন কল্যাণ করা যাবে? কোন ভালো কাজ করা যাবে? করা যাবে না, এটাই সত্যিকারের উত্তর। তাহলে ভালো মানুষ দিয়ে আমাদের দলটি গড়ে করতে হবে। খারাপ মানুষগুলোকে হয় বিদায় করতে হবে, না হয় খারাপ মানুষগুলোকে পরিবর্তন করে ভালো করে নিতে হবে।”

ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, নাজির আহম্মেদ নজির, নুর আলম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক এম, এ, হালিম জুয়েল সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।