মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়নের বিউটিফিকেশন কোর্স উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না: মুফতি মাসুম বিল্লাহ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ: মাসুদুজ্জামান মাসুদ  ঐতিহাসিকভাবে আপনারা আমার দুই সন্তানকে পাশে পাবেন: অ্যাড. কালাম নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আলিফ নিহত বন্দরে পুলিশের উপর হামলার ঘটনায় নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার  মুসাপুরে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মশক নিধনের ঔষধ স্প্রে করা হয়  বিএনপিকে ভাল বাসলে আগে জনগণকে ভাল বাসতে হবে: রাজীব  নারায়ণগঞ্জে শব্দদূষণের অপরাধে ৩ পরিবহনকে জরিমানা ও হর্ন জব্দ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জোসেফ এর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‌্যালী

আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ: মাসুদুজ্জামান মাসুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা ঐক্যবদ্ধ। ভবিষ্যতে আমরা একযোগে কাজ করবো। আমরা আপনাদের সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে খানপুর হাসপাতাল সংলগ্ন সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দলের সোনালী ফসল হলো যুবদল। আপনাদের ত্যাগ আমরা কোনো দিনও ভুলবো না। আমার রাজনৈতিক জীবন এই সংগঠনের মাধ্যমেই শুরু করেছি, তাই আপনাদের নিয়ে আমি গর্বিত।”

মাসুদুজ্জামান বলেন, “আমাদের সবচেয়ে বড় দুর্গ হলো জাতীয়তাবাদী যুবদল। আমরা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা সামনে এগিয়ে যাবো।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাহেদ আহমেদ।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগরসহ যুবদলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।