রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডেমরা থানা আওয়ামীলীগ নেত্রী কাশিপুর থেকে গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ফতুল্লায় মাদকে সয়লাব নিশ্চুপ প্রশাসন, নেই মাদকের বিরুদ্ধে অভিযান সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলায় র‍্যাব ও পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত মানবিক সেবা’য় মানবাধিকার সংগঠনের ভূমিকা বিষয়ক আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত নির্বাচন না দিলে দেশবাসী আবারও গর্জে উঠবে – তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সিদ্ধিরগঞ্জে শামীম ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের  ক্লাসের পড়ালেখার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ‌‌ মূল্যবোধ, খেলাধুলা নিয়ে বেড়ে উঠতে হবে : ডিসি

আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”শীর্ষক কর্মশালা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

,২৩ মে শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “Awareness Building on Constitutional and Legal Rights” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফিজ আহমেদ চৌধুরী, সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মিজ মোছা: জান্নাতুল ফেরদৌস, যুগ্মসচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; মো: মনিরুজ্জামান, যুগ্মসচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; মো: আবু শামীম আজাদ, সিনিয়র জেলা জজ, নারায়ণগঞ্জ; প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং জি.এম. আতিকুর রহমান জামালী, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। কর্মশালায় দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই কর্মশালাটি নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখব।অনুষ্ঠানটির শেষে প্রধান অতিথি গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় সার্কিট হাউজের ভিতরে বৃক্ষরোপন করেন। এবং সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।