মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ ২ জন আটক ভারতের সাথে বাংলাদেশের সর্ম্পক নষ্ট হলে ‘ভারতের ক্ষতি হবে: উপদেষ্টা সাখাওয়াত  সোনারগাঁয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা বাংলা‌দে‌শে মাও. স্বাদের প্রবে‌শের অনুম‌তি চে‌য়ে প্রধান উপ‌দেষ্টা বরাবর আবেদন ফতুল্লার ভুইগড়ে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত নারায়ণগঞ্জে বিদ্যুতের ডিপিডিসি কিল্লারপুল (পূর্ব-পশ্চিম) অফিসে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি ক্ষমতায় আসে চুনকা পাঠাগার ভেঙ্গে আমরা যুগোপযোগী অডিটরিয়াম এখানে গড়বো: সানি বন্দরে চাঁদার টাকা না পেয়ে কৃষিকাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী ডালিম বাহিনী সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অনেক সময় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের কঠিন হতে হয়: ডিসি

ডাকাতির প্রস্তুতি কালে হত্যা সহ ডজন খানেক মামলার আসামী ডাকাত নাদিরা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : হত্যা সহ ডজন খানেক মামলার আসামী ডাকাত নাদিরা শনিবার ৩০’মে রাত একটা ত্রিশ মিনিটে গ্রেফতার হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে শনিবার ৩০’মে রাত একটা ত্রিশ মিনিটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত সাজেদা হাসপাতালের পূর্বপাশে রহিম মিয়ার রিক্সার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ধৃত নাদিরার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

 

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার ইনন্সপেক্টর(অপারেশন) রুবেল হাওলাদার, উপ-পরিদর্শক গৌতম তেওয়ারী, সহকারী উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন(পিপিএম) ও হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত সাজেদা হাসপাতাল এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে হত্যা সহ ডজনখানেক মামলার আসামী ডাকাত নাদিরাকে গ্রেফতার করে।

 

তার কাছ থেকে ৫’টি ককটেল, ১’টি চাপাতি ও ৫০’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত নাদিরার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

 

সিদ্ধিরগঞ্জ থানার ইনন্সপেক্টর(অপারেশন) রুবেল হাওলাদার জানায়, নাদিরার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডেমরা থানায় হত্যা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ ডজনখানেক মামলা রয়েছে। আমরা তাকে ৩০’মে রাতে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।