রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাইকে ভোট চেয়ে নারীদের হাতে প্লেট ও টাকা দেওয়া জোট প্রার্থী কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা  জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না: শাহ আলম মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই: আল আমিন আমার অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করবো: মোহাম্মদ আলী সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে: কালাম নির্বাচন শুধু একজন এমপি নির্বাচনের নয়, এটি শোষণের বিরুদ্ধে গণমানুষের লড়াই: অঞ্জন দাস মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই, সাধারণ মানুষও তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে: মান্নান ভয়ভীতি প্রদর্শন করলে আপনার ভোট নষ্ট হবে, বাড়বে না: ডিসি কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে: দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ডেভলপমেন্ট থাকবে: এসপি 

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও নগদ টাকাসহ ৭ ব্যবসায়ী ও চারজন চোর গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও বিভিন্ন ধরনের মাদকসহ ৭ মাদকব্যবসায়ী এবং ৪ জন চোরকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পুরিয়া হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীরা হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নাঁচ ছেঙ্গারচর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর এলাকার এরশাদ হোসেনের ছেলে আব্দুল রাজি (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ধামাকান্দি চক বাজার এলাকার মো. বাছিরের ছেলে মো. হিরণ (২৫), সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বোরহান উদ্দিনের ছেলে শ্যামল (২৭), একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শিপন মিয়া (৩৮), মো. নাদিমের ছেলে মো. রাহাত (২০) এবং শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা আ. রহিমের স্ত্রী মোসা. নাজনীন (৩৫)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

অন্যদিকে, একই দিনে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার তালতলা শাহী মসজিদের সামনে চুরির সময় ৪ জন চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চোররা হলেন সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব বরালী এলাকার আলমগীরের ছেলে ইয়াসিন (১৮), শরীয়তপুর জেলার জাজিরা থানার হাজী তাহের মাদবরকান্দি এলাকার মাতাহার সরদারের ছেলে মো. মাফুজ (১৮), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতরখোলা এলাকার শেখের ছেলে মো. সাকিবুল হাসান (১৬), এবং লক্ষ্মীপুর জেলার রামগতি থানার গুচ্ছগ্রাম এলাকার আকবর হোসেনের ছেলে আসাদুল ইসলাম শান্ত (১৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চোরদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।