নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন বন্দর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাবাগ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় প্রচারণা চালিয়ে বন্দর বিবিজোড়া এলাকায় এসে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে ভোট প্রার্থনার মধ্য দিয়ে গণসংযোগ কার্যক্রম শেষ করেন।
গণসংযোগকালে মাকসুদ হোসেন বলেন, “নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার নির্বাচনী ব্যানার ও ফেস্টুন খুলে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমার কর্মী-সমর্থক এমনকি আমার স্ত্রীকেও নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি ভোটের মালিক জনগণ। ভোটাররা যদি আমাকে ভালোবাসে, তাহলে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আমার বিজয় কিংবা জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করা যাবে না। ভোটারই আমার আস্থা ও শেষ ভরসা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে মেহনতি মানুষের পাশে থাকার সুযোগ করে দেবেন।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাভা, মেম্বার চান শরিফ, সেলিম, দুলাল, ছানু, মনির হোসেন, জাফর, রহমত, আউয়াল মাস্টার, ইমরান খান, মনোয়ার হোসেন, দানেশ, ইব্রাহিম, এরশাদ, মুছাপুর ইউনিয়নের সমাজসেবক আরিফ হোসেন, আবুল হোসেন সাগর, বিল্লাল হোসেন, আবুল কাশেম, মঞ্জিল হোসেন, জুম্মান, আলমগীর হোসেন, আতাউর রহমান, মামুন মিয়া, রাকিব হোসেন, জিদান, মাহাবুব আলী, পারভেজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Leave a Reply