মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাবে বিকল্পধারা বাংলাদেশ বিএনপি নেতা মাসুদুজ্জামানের সাথে জোট প্রার্থী মনির কাসেমীর সৌজন্যে সাক্ষাৎ  সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে বিএনপি নেতা ডন বজলু অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে থেমে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১ বাবা এমপি হলেই ছেলে চাঁদাবাজির কর্তা হয়: তরিকুল সুজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে মানুষের অনেক প্রত্যাশা: মোহাম্মদ আলী নির্বাচিত হলে ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে: মাকসুদ হোসেন এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই: কালাম নারায়ণগঞ্জ-০৫ আসনে এনসিপির গণভোটের প্রার্থী (এম্বাসাডর) মনোনীত হলেন নিরব রায়হান নাগরিকদের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: আল আমিন

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাবে বিকল্পধারা বাংলাদেশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যবাড্ডাস্থ ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের ব্যবসায়িক কার্যালয়ে গত শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিকল্পধারা বাংলাদেশ প্রচার কার্যক্রম চালাবে।

সভায় জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বি চৌধুরী ২০০৪ সালে বিকল্পধারার রাজনৈতিক দর্শনে যে সংস্কার ও পরিবর্তনের কথা তুলে ধরেছিলেন, তার মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকা, সংসদে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলকে প্রদান এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন গঠন।

জুলাই জাতীয় সনদের অধিকাংশ সংস্কার ও পরিবর্তনের বিষয় বিকল্পধারা বাংলাদেশের রাজনৈতিক দর্শন ও চেতনাকে ধারণ করে। সে কারণে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নকে বিকল্প রাজনীতির একটি নৈতিক বিজয় বলে উল্লেখ করেন।

প্রেসিডিয়াম সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়, উত্তাল জুলাই আন্দোলনের সময় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও অধ্যাপক ডা. বি চৌধুরী আন্দোলনের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রকাঠামো নতুনভাবে বিনির্মাণে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করেন বিকল্পধারা বাংলাদেশ।

প্রেসিডিয়াম সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. ওয়াসিমুল ইসলাম, মো. মহসিন চৌধুরী, মো. আসাদুজ্জামান বাচ্চু, মো. আইনুল হক ও জুবরান গাজী।পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানজিলা মান্নান, তাসফিক মান্নান, তাজরিনা মান্নান ও আমিনুল ইসলাম বুলু।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।