নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
এম.এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “শিক্ষা হচ্ছে মানুষের জ্ঞান অর্জনের জন্য, আর জ্ঞান হলো সেই বিষয় যা আমরা জানি না, তা জানা। শিক্ষা মানুষকে শুধু জ্ঞানী করে তুলেই না, বরং ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করার জন্যও সহায়তা করে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি ইসলামিক মডেল স্কুল, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ইসলামিক গার্লস স্কুল এবং গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের (প্রাইমারি) অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা বিদ্যালয়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে সংযুক্ত করেছি। এতে শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় ভালো ফলই করবে না, বরং সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠবে।”
তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানান, “নতুন অভিভাবকরা আমাদের বিদ্যালয়ের প্রসপেক্টাসটি মাঝে মাঝে পড়বেন। এতে বিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনার নিয়মকানুন এবং অভিভাবকদের দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনারা আপনার সন্তানের শিক্ষা ও শৃঙ্খলা বিষয়ে নিয়মিত নজর রাখবেন। যদি শিক্ষার্থীর সঙ্গে খারাপ বন্ধুদের প্রভাব দেখা দেয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। স্কুলে উপস্থিতি এবং স্কুল থেকে ছুটি নিয়ে অন্য কোথাও সময় কাটানোর বিষয়ে নিয়মিত শিক্ষক ও শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রাখুন।”
গিয়াস উদ্দিন আরও বলেন, “এই শিক্ষা প্রতিষ্ঠান তিনটি অংশীদারের মাধ্যমে পরিচালিত হয়। প্রথম অংশীদার আমরা- যারা ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকবৃন্দ। আমরা দায়িত্ব পালন করি। দ্বিতীয় অংশীদার হলো অভিভাবকবৃন্দ, যারা সন্তানের শিক্ষা ও আচরণে নিয়মিত নজর রাখবেন। তৃতীয় অংশীদার হলো ছাত্র-ছাত্রীরা। এই তিন পাটনার মিলে আমরা বিদ্যালয় পরিচালনা করি। আমাদের লক্ষ্য হচ্ছে, শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ঘটানো, যাতে তারা শিক্ষিত ও নৈতিকভাবে উন্নত হয়ে সমাজে অবদান রাখতে পারে।”
সভায় উপস্থিত ছিলেন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, শিক্ষকম-লীর সদস্য শিশির ঘোষ অমর, এবাদুল হক, আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তার, ইসলামিক মডেল স্কুলের (প্রাইমারি) প্রধান শিক্ষক শামীম মিয়াসহ শিক্ষক ও শিক্ষিকারা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারুক হোসেন।
Leave a Reply