নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের কুতুবপুরে আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় দলীয় ঐক্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান-কে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রতীক ও দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
মুফতি মনির হোসেন কাসেমী আরও বলেন, “স্থানীয়ভাবে যদি আমি কিছু হতে পারি, তাহলে সেটার পেছনে এই এলাকার ত্যাগী নেতাকর্মীদের অবদান রয়েছে। আপনারা সবাই জনপ্রিয় নেতৃত্বকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। এই ভালোবাসা থেকেই সবাই সঠিক সিদ্ধান্ত নেবেন— ইনশাআল্লাহ।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিভ্রান্তি ও ষড়যন্ত্রে কান না দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল ও জনগণের স্বার্থে সবাইকে শৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, মুজাহিদুল আলম সায়ফুল, এস. এম. আতিকুর রহমান, বদরুল ইসলাম মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্য শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply