নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই কর্মী ও সমর্থকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে’ বলে আশঙ্কার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়ায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।
গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৭ দিন বাকি। নারায়ণগঞ্জ-৫ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়ন নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। টিআইএন সনদপত্রের রিটার্ন দাখিল না করায় নির্বাচন কমিশন প্রথমে তার মনোনয়ন বাতিল করে। পরে আপিল শুনানির মাধ্যমে মনোনয়নটি বৈধ হয়।
তিনি আরও বলেন, “বিশেষ করে মনোনয়ন বৈধ ঘোষণার পর একটি মহল আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে আমি শুনছি।”
সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে শহর ও বন্দরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারে, তাহলে ভোটার উপস্থিতি বাড়বে।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আপনারা জানেন, বন্দরের মুছাপুর ইউনিয়নে আমি টানা তিনবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং জনগণের কল্যাণে কাজ করেছি। উপজেলা নির্বাচনে স্বৈরাচার সরকার-সমর্থিত হেভিওয়েট প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম।”
তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “এবারও নারায়ণগঞ্জ-৫ আসনের সদর ও বন্দরের সাধারণ জনগণ দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে মূল্যবান ভোট দিয়ে মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেবেন বলে আমি বিশ্বাস করি।”
Leave a Reply