শুক্রবার, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,

বন্দরে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

বন্দরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সাদিযানি এলাকার মৃত আলী মর্তুজা মিয়ার ছেলে মিরাজ হোসেন মুন্না (২২), ফেনী জেলার সদর থানার গোবিন্দপুর এলাকার রবিউল মিয়ার ছেলে মাঈন উদ্দিন (২৭) এবং একই জেলার সদর থানার মাছিমপুর এলাকার কবির আহম্মদ মিয়ার ছেলে রাকিব (২০)।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। অভিযানে ২০ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় র‌্যাব-১১ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

র‌্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।