শুক্রবার, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,

নতুন বছরে শিশুরা পেলো নতুন বই

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষার সকল শ্রেণির বই চাহিদা অনুযায়ী পাওয়া গেলেও মাধ্যমিকের কয়েকটি বিষয় ছাড়া বাকি বই এখনো পাওয়া যায়নি। এমনকি সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই জেলায় পৌঁছায়নি বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।

ফলে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে মাধ্যমিকের সকল শিক্ষার্থী নতুন বই হাতে পাননি।

এছাড়া, দাখিলের ষষ্ঠ শ্রেণিরও কোনো বই জেলায় পৌঁছায়নি বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। এছাড়া ইংরেজি মাধ্যমের ষষ্ঠ থেকে নবম শ্রেণির কোনো বই পৌঁছায়নি বলে জানান।

আতিকুর রহমান বলেন, “মাধ্যমিকের সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের সংকট অন্যান্য জেলাগুলোতেও রয়েছে।”

নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ বলেন, নবম শ্রেণির সব পেলেও ষষ্ঠ শ্রেণির কেবল বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের বই পেয়েছেন। কিন্তু সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই-ই পাননি।
“আমরা চাহিদাপত্র দিয়ে রেখেছি। আশা করছি, আমাদের হাতে অতিসত্ত্বর বই চলে আসবে। বই যা পেয়েছি তা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে”, যোগ করেন তিনি।

সদর উপজেলার কমর আলী হাই স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সকাল দশটায় আমি স্কুলে চলে আসি। কিন্তু এসে শুনি আমাদের কোনো সাবজেক্টের বই নাকি আসেনি। পুরো জেলাজুড়েই নাকি বই আসেনি।”

নতুন বই না পাওয়া এ শিক্ষার্থী স্কুলের প্রাঙ্গণে বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

তবে, নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অর্নি আক্তার মেহেরিমা।

বছরের প্রথম দিনে স্কুলে এসে নতুন বই হাতে পেলে খুবই আনন্দ লাগে। আমি এই আনন্দ পেতেই প্রথম দিন স্কুলে আসি”, যোগ করেন অর্নি।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই সকল বই হাতে পেয়েছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের কারণে বই উৎসবের উদযাপন করা না হলেও শিশুরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সদর উপজেলার ৭৩ নম্বর কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম খাতুন বলেন, “আমাদের শিশুরা সবাই নতুন বই পেয়েছে। রাষ্ট্রীয় শোকের কারণে এবার বই উৎসবের জাকজমকপূর্ণ আয়োজন করা হয়নি। কিন্তু প্রতিটি ক্লাসে বই বিতরণের সময় শিশুরা খুবই আনন্দিদ ছিল।”

শিশু শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই পৌঁছে দিতে পেরে সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে, ৭৩ নম্বর কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারায়ণগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।