মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসুদুজ্জামানের দোয়া নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ ডেবিল হান্ট অভিযানে পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ ৩ জন গ্রেপ্তার  ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৮ জন গ্রেপ্তার  শিশু আলিফার মৃত্যু, গালে আঘাতের চিহ্ন মানুষের নখের  যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো: ডিসি নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী ও মাদক ব্যবসায়ী আরমান গ্রেপ্তার  চাষাড়ায় রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ, প্রশাসনের আহ্বানে স্থান ত্যাগ নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গণসংযোগ

গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

দেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে ফতুল্লা প্রেস ক্লাব।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ক্লাব কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

সমাবেশে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, “প্রথম আলো, ডেইলি স্টার বিগত আওয়ামী সরকারের সময়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কলম চালিয়ে শেখা হাসিনা, আওয়ামী লীগের বিরাগভাজন হয়েছিল। ফ্যাসিস্ট পতনের পরও একটি গোষ্ঠী প্রথম আলো, ডেইলি স্টারকে শত্রু ভাবতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় প্রথম আলো, ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ, লুটপাট করা হয়েছে। এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি।”

একইসঙ্গে খুলনায় সাংবাদিক হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সহসভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক সেলিম হেসেন, দপ্তর সম্পাদক এমএ সুমন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, দ্য ডেইলি স্টারের প্রতিবেদক সৌরভ হোসেন সিয়াম, সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক রফিকুল্লাহ রিপন, আরিফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা, বকুল, মুন্না প্রমুখ।

প্রতিবাদী সমাবেশে শেষে তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ফতুল্লা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।