রবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নেতাকর্মীদের বিভ্রান্ত’ ও ‘বিচলিত’ না হওয়ার আহ্বান মাসুদুজ্জামানের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ে গেছে, এক ব্যক্তি নিখোঁজ  আগে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত সেটাই চূড়ান্ত : রিজভী  হাদির মতো যদি আমিও দলের জন্য শহীদ হতাম: এটিএম কামাল  জনতার অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন মাসুদুজ্জামান  ডেভিল হান্ট’র তৃতীয় দিনের অভিযানে নারায়ণগঞ্জে ১৫ জন গ্রেপ্তার  বন্দরে স্ত্রীকে পেট্রোল  ঢেলে হত্যা চেষ্টা,স্বামী আটক পথ আটকিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমান পরিবারের গ্রেপ্তার দাবি মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার  আড়াইহাজারে আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান আজিজুর মোল্লা গ্রেপ্তার 

আগে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত সেটাই চূড়ান্ত : রিজভী 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশে প্রার্থী তালিকা দলের নীতি-নির্ধারণী পর্যায়ের সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ঘোষণা করেন। এই তালিকা এখন পর্যন্ত চূড়ান্ত।

শনিবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দলের মনোনীত প্রার্থী তালিকা নিয়ে রিজভী বলেন, “পার্টির যারা নীতি-নির্ধারনী সদস্য রয়েছেন, তারা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের সাথে আলাপ-আলোচনা করে সেটা (প্রার্থী তালিকা) নির্ধারণ করেছেন। এই পর্যন্ত আমরা যেটা জানি, যেটা (তালিকা) ঘোষনা করা হয়েছে সেটা চূড়ান্তই ঘোষনা করা হয়েছে।”

“এরপরে কী সিদ্ধান্ত হবে, না হবে সেটা আমার জানা নেই। কিন্তু এই পর্যন্ত সিদ্ধান্ত যেটা ঘোষণা করা হয়েছে সেটা চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে”, যোগ করেন তিনি।

এদিকে, শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী কে, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গত ৩ নভেম্বর সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে ২৩৩ আসনে ধানের শীষের প্রার্থীর নাম প্রকাশ করেন। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করা হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর টানা গণসংযোগে ছিলেন মাসুদুজ্জামান। কিন্তু গত ১৬ ডিসেম্বর দুপুরে হঠাৎ এক সংবাদ সম্মেলন ডেকে মাসুদুজ্জামান বলেন, পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকায় তিনি নির্বাচন করবেন না।

তবে, গত ১৯ ডিসেম্বর নেতা-কর্মীদের চাপে তিনি পুনরায় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

তার নির্বাচনে ফেরার এই ঘোষণার পরদিন শনিবার সাখাওয়াত হোসেন দাবি করেছেন, তিনি দলটি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন। দল তাকে ডেকে আসনটিতে নির্বাচন করার নির্দেশনা দিয়েছে। এবং শনিবার তিনি দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

এদিকে, এ আসনে অপর মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলও বলছেন, সাখাওয়াত হোসেনের মনোনয়ন পাওয়ার বিষয়টি দলীয়ভাবে ঘোষণা না হওয়ায় তা নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, মনোনয়ন নিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।