বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে স্ত্রীকে পেট্রোল  ঢেলে হত্যা চেষ্টা,স্বামী আটক পথ আটকিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমান পরিবারের গ্রেপ্তার দাবি মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার  আড়াইহাজারে আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান আজিজুর মোল্লা গ্রেপ্তার  নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জে ১৯ জন গ্রেপ্তার  সাতখুনের আসামি নুর হোসেনের ভাই সেলিমকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশ মহন বিজয় দিবস উদযাপন  বিএনপি নেতা জাকির খানের নিরাপত্তা চেয়ে জিডি মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর শ্রমিক দলের নেতা মোঃ মজিবুর রহমান

মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর গলাচিপা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

“সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে”, বলেন তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

রবিউল হোসেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী বলে পরিচিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তার অন্তত দু’জন প্রতিবেশী বলেন, “গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো রবিউলও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু সম্প্রতি তিনি তার বাড়িতে যাতায়াত শুরু করেন।”

এদিকে, বুধবার বিকেলে বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পথ আটকান ছাত্র-জনতা। তারা উপদেষ্টার কাছে ওসমান পরিবারের সহযোগী ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারসহ সাত দফা দাবি জানান।

ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দেন। এই নির্দেশনার মাত্র তিন ঘন্টা পরই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবর আসে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।