বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

যারা এতদিন নির্বাচনকে সামনে রেখে জিকির করেছে, এখন তারা নির্বাচন ভুলে গেছে: ফয়জুল করীম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জাতীয় ক্রয়োদশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, “যারা এতদিন নির্বাচনকে সামনে রেখে জিকির করেছে, এখন তারা নির্বাচন ভুলে গেছে। মাঠ পর্যায়ের জরিপে দেখছে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। দেশের মানুষ চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিদেশে টাকা পাচারকারীদের আর দেখতে চায় না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ নৈশ ভোট, কারচুপি, পেশিশক্তির নির্বাচন দেখেছে; ভোটবিহীন প্রার্থী নির্বাচিত হওয়ার ঘটনাও দেখেছে। এবার জনগণ একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়- যেখানে কালো টাকা, পেশিশক্তি নয়; বরং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।”

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, “এই নির্বাচনে জনগণ ইসলাম ও ইসলামবিরোধী দুই ধারায় বিভক্ত হবে। একজন এমপি শুধু রাস্তা-ঘাট নির্মাণের দায়িত্বশীল নন; রাষ্ট্র কোন নীতি ও আদর্শে চলবে তা নির্ধারণ করাই তার বড় দায়িত্ব। ইসলামের পক্ষে থাকা এমপিরা দেশের স্বার্থে কাজ করবেন।”

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ইসমাঈল সিরাজি, মাওলানা মো. দ্বীন ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।