নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে ভিন্নধর্মী এক মানবিক আয়োজনে পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি নিজ হাতে শিশুদের খাবার পরিবেশন করেন। তাদের পড়াশোনা-স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ গঠনের বিষয়ে তাদের উৎসাহ দেন।
খাবার বিতরণ শেষে পথশিশুদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পথশিশুদের প্রতি নিজের আজীবন অঙ্গীকারের কথা তুলে ধরে অ্যাড. টিপু বলেন, “আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই। মৃত্যুদিন পর্যন্ত যেন এই পথশিশুদের পাশে থাকতে পারি। শুধু জুম্মাবারে নয়, প্রতিদিন যেন তাদের খাবারের ব্যবস্থা করতে পারি। তারা যেন লেখাপড়া শিখে সমাজে অবহেলার শিকার না হয়, এটাই আমার একমাত্র আকাঙ্ক্ষা।”
তিনি আরও বলেন, “সমাজের বিত্তশালীরা যদি একটু সহযোগিতা করেন, তবে দেশের কোনো পথশিশুর আর অভুক্ত থাকার কথা নয়। অনেকেই প্রতিদিন প্রচুর খাবার অপচয় করেন, সেই খাবারগুলো পথশিশুদের মাঝে বিতরণ করা হলে তারা ভালোভাবে বড় হতে পারবে, মাদকে ঝুঁকবে না, অপরাধে জড়াবে না। সবাই নিজের অবস্থান থেকে এগিয়ে এলে পথশিশুদের ভাগ্য বদলে যাবে।”
অ্যাড. টিপু বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশ পরিচালনায় সফলতা কামনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ও সোসাইটি অব এনেস্থেসিয়া নারায়ণগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট ড. মুজিবুর রহমান, ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. হাসেম, ১২নং ওয়ার্ড বিএনপির নেতা মাহাবুব হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, গার্মেন্টস শ্রমিক দল নেতা মো. মনির মিয়া, ১৩নং ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ খান।
Leave a Reply