শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর  আমরা ধর্ম নিয়ে নয়, আত্মার সম্পর্ক নিয়ে চলি-এটা আমরা বিশ্বাস করি: মাসুদুজ্জামান  খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যােগে দোয়া মাহফিল  রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে তরুণরা চরম বৈষম্যের শিকার হয়েছেন: মাসুদুজ্জামান  গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা: মান্নান  বন্দরে কর্কশিট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ আগুন  স্ত্রীর পরকিয়া প্রেমের জেরে সুমনকে কুপিয়ে হত্যা : স্ত্রীসহ ৬ জন গ্রেপ্তার  দিনব্যাপী শহরের পাঁচটি স্থানে জনতার প্রত্যাশার ক্যানভাসে জনমত সংগ্রহে মাসুদুজ্জামান  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিক ১৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন

আমরা ধর্ম নিয়ে নয়, আত্মার সম্পর্ক নিয়ে চলি-এটা আমরা বিশ্বাস করি: মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “নারায়ণগঞ্জ হাজার বছরের সম্প্রীতির শহর। আমরা বারবার প্রমাণ করেছি, এখানে আমাদের সম্পর্কের কখনো পরিবর্তন হয়নি, আত্মার আত্মীয়তার বন্ধন অটুট থেকেছে। আজকের এই সংকীর্তন অনুষ্ঠান সেই প্রমাণ বহন করে।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে নিতাইগঞ্জ মোড়ে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মাসুদুজ্জামান বলেন, “আমাদের সম্প্রীতির যে সম্পর্ক—এ ইতিহাস আমাদের আরও শত বছর এগিয়ে নেবে। একে অপরকে সম্মান দেওয়া যতদিন বজায় থাকবে, সম্পর্ক কখনো নষ্ট হবে না। আমরা ধর্ম নিয়ে নয়, আত্মার সম্পর্ক নিয়ে চলি—এটা আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু শব্দটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন না। জাতীয়তাবাদী দল ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। ধর্মের অধিকার সবার মৌলিক অধিকার।”

কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ মন্দির কমিটি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।