শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর  আমরা ধর্ম নিয়ে নয়, আত্মার সম্পর্ক নিয়ে চলি-এটা আমরা বিশ্বাস করি: মাসুদুজ্জামান  খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যােগে দোয়া মাহফিল  রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে তরুণরা চরম বৈষম্যের শিকার হয়েছেন: মাসুদুজ্জামান  গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা: মান্নান  বন্দরে কর্কশিট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ আগুন  স্ত্রীর পরকিয়া প্রেমের জেরে সুমনকে কুপিয়ে হত্যা : স্ত্রীসহ ৬ জন গ্রেপ্তার  দিনব্যাপী শহরের পাঁচটি স্থানে জনতার প্রত্যাশার ক্যানভাসে জনমত সংগ্রহে মাসুদুজ্জামান  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিক ১৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন

রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে তরুণরা চরম বৈষম্যের শিকার হয়েছেন: মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন,  গত ১৬–১৭ বছরে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে দেশের তরুণরা চাকরি, ব্যবসা–বাণিজ্য ও সমাজে অবস্থান গঠনে চরম বৈষম্যের শিকার হয়েছেন। একটা বিশাল জনসংখ্যা বাংলাদেশের তরুণরা। গত ১৬-১৭ বছরে আমাদের যারা ১৮ থেকে ৩২ বা ১৮ থেকে ৩০ যে তরুণ প্রজন্ম, এদের যারা ছাত্রলীগ করেনি তাদের চাকরি হয়নি, তাদের ব্যবসা-বাণিজ্য হয়নি, তাদের সামাজিক কোন অবস্থান হয়নি। তাদের জন্য একটা পরিকল্পনা চাই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে প্রথম আলো পত্রিকার সুধী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান।

মাসুদুজ্জামান বলেন, প্রথম আলোর সম্পাদক মতি ভাই কোন দল না করেও সাধারণ জনগণের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় ‘মতি ভাই’ হয়ে দাঁড়িয়েছেন। যেটা আসলে রাজনীতি না করলে, মাঠ পর্যায়ের রাজনীতি না করলে এই জায়গাটা অর্জন করা সম্ভব হয় না।

ভবানী শঙ্কর রায়ের সঞ্চালনায় সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আলমগীর হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন,নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এড.আওলাদ হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, ধীমান সাহা জুয়েল, কবি শাহেদ কায়েস ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিকল্পনাবিদ মঈনুল হক।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।