নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই নারায়ণগঞ্জ জেলার সাত থানার অফিসার ইনচার্জদের (ওসি) পদায়নের জন্য প্রস্তাব করা হয়েছে। লটারির মাধ্যমে নতুন ওসিদের পদায়ন চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।
লটারিতে নারায়ণগঞ্জ জেলার বর্তমান ওসিদের অন্য জেলায় বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদকে গাজীপুরের শ্রীপুর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে কাপাসিয়ায়, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম কে জয়দেবপুর, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে কালিয়াকৈর, বন্দর থানার ওসি লিয়াকত আলীকে কিশোরগঞ্জের মিঠামইন থানায় ওসি পদায়নে প্রস্তাব করা হয়েছে।
নতুন করে বন্দর থানায় গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, রূপগঞ্জ থানায় মো. সাবজেল হোসেন, সোনারগাঁও থানায় মো. মহিববুল্লাহ, ফতুল্লা মডেল থানায় মো. আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরমান আলী, সিদ্ধিরগঞ্জ থানায় মহম্মদ আব্দুল বারিক পিপিএম, আড়াইহাজার থানায় মো. আলাউদ্দিনকে ওসি পদে প্রস্তাব করা হয়েছে।
Leave a Reply