শনিবার, ২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে: মাসুদুজ্জামান  সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই  বন্দরবাসী মাসুদুজ্জামান মাসুদ ভাইকে গ্রহণ করেছে: মুকুল গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব: মোহাম্মদ শাহআলম  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন মাসুদুজ্জামান  মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় সদর থানা যুবদলের রিয়াদ ও আপনের নেতৃত্বে বিশাল মিছিল  চাষাড়ায় অপ্পো ফ্লাগশিপ স্টোর উদ্বোধন  অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনের পাশে গিয়াসউদ্দিন  নারায়ণগঞ্জের ৪ টি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা এনসিপির নেতা তনু’র মায়ের ইন্তেকাল 

বন্দরবাসী মাসুদুজ্জামান মাসুদ ভাইকে গ্রহণ করেছে: মুকুল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেছেন, “জনসভায় বিশাল জনসমুদ্র প্রমাণ করেছে যে বন্দরবাসী মাসুদুজ্জামান মাসুদ ভাইকে গ্রহণ করেছে। দলের মধ্যে আর কোন বিবেদ নেই।”

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ৪টায় বন্দর সিরাজদৌল্লা ক্লাব মাঠে স্বৈরাচারী শাসনামলে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনরত কারানির্যাতিত বিএনপির বন্দর থানা ও বন্দর উপজেলার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুকুল এসব কথা বলেন।

তিনি বলেন, “ধানের শীষ প্রতীকে বিজয় এনে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আপনারা সবাই মাসুদুজ্জামানকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।” তিনি এসময় সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করতে আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাকুর রহমান মোস্তাকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ রবি, মহানগর বিএনপি নেতা আব্দুর সবুর খান সেন্টু, ফখরুল ইসলাম মজনু, হাজী নূর উদ্দিন, মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, বন্দর থানা বিএনপি নেতা ও ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন, বিএনপি নেতা ও ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামছুজোহা, বিএনপি নেতা ও ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সদর থানা বিএনপি নেতা হাজী আব্দুর রাশেদ টিটু প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।