বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ছাত্র-ছাত্রীদের মনোযোগ ও প্রতিভা বিকাশে আমরা কাজ করে যাচ্ছি: গিয়াসউদ্দিন  আমরা নিজেরাই যখন বিভাজন তৈরি করি, তখন অপশক্তি সেই সুযোগ পেয়ে যায়: ডিসি নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও শব্দদূষণ রোধে অভিযান, কারাদণ্ড-জরিমানা বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ ডেভিড শিখিয়ে গেছে বন্ধুত্ব কতটা গভীর হতে পারে: মাসুদুজ্জামান  ছাত্র জনতার গন-অভ্যূত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা বন্দরে মাসুম হত্যার প্রধান আসামি ‘জামাই রানা’ গ্রেপ্তার  বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ  বিএনপি নেতা মমিনউল্লাহ ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া বন্দরে আওয়ামীলীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে চোর আখ্যা দিয়ে এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

আমরা নিজেরাই যখন বিভাজন তৈরি করি, তখন অপশক্তি সেই সুযোগ পেয়ে যায়: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, “আমরা চাই ঐক্য আরও বৃদ্ধি হোক। একাত্তর ও চব্বিশ নিয়ে আলোচনার কারণ হলো- আমরা অনেক বিষয়েই একমত হতে পারি না। এজন্যই বারবার ইতিহাস সৃষ্টি হয়।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অপশক্তি আমাদের আঘাত করতে পারবে না। কিন্তু আমরা নিজেরাই যখন বিভাজন তৈরি করি, তখন অপশক্তি সেই সুযোগ পেয়ে যায়। তবে কোনো অপশক্তিই ভালো শক্তির সঙ্গে লড়াইয়ে টিকতে পারে না। সুযোগ দেব কি দেব না, সেটি আমাদের হাতে।”

রাষ্ট্র পরিচালনায় জনগণের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “এই রাষ্ট্র জনগণের। এখানে জনগণের প্রতিনিধিরা আছেন। রাজনৈতিক নেতারা যেভাবে সিদ্ধান্ত নেন, সরকারি কর্মচারী হিসেবে আমাদের দায়িত্ব সেই সিদ্ধান্ত আইনের আওতায় বাস্তবায়ন করা। স্বপ্ন বাস্তবায়ন ও উদ্যোগ গ্রহণ- এসব রাজনীতিবিদদের কাজ, কারণ তারা জনগণের আকাঙ্ক্ষা বুঝেন। তাই ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস আপনাদের প্রস্তাব অনুযায়ীই উদযাপন করা হবে, তবে আইনের নিয়মের মধ্যে থেকে।”

সভায় অংশগ্রহণকারীদের উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি জানান, সেগুলো সমাধানের চেষ্টা চলছে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, জাবেদ আলমসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।