নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ৩১ দফা পৌঁছে দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে উপলব্ধি করেছি ধানের শীষের জন্য একটা গণজোয়ার অপেক্ষা করছে। মানুষ মুখিয়ে আছে ফেব্রুয়ারিতে ভোট দিবে এবং জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বন্দরের সোনাকান্দা,ছালেহ নগর,শাহী মসজিদ রোড, বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বহু বহু বছর এই বন্দরবাসীর সাথে প্রতারণা হয়েছে। ভোটের প্রতারণা হয়েছে। তাদের আশা আকাঙ্খা দেখিয়ে ভোট নিয়ে সংসদে গিয়েছে কিন্তু কাজ করেনি। গত ১৭ বছরে বন্দরে বলার মতো কোনো উন্নয়ন হয়নি। যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে এখানে ইকোনমিক জোন হবে ইনশাআল্লাহ। এখানে পূর্নাঙ্গ মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় হবে আশা করি।
তিনি আরও বলেন, বন্দরে অনেক কাজ করার সুযোগ আছে। বন্দরবাসীর এখনো সময় আছে পরিকল্পিত নগরায়ণ করার। ভবিষ্যতে আমরা তরুণ এবং প্রবীণদের নিয়ে আমরা পরিকল্পিত ভাবে করতে পারবো।
গণসংযোগকালে স্থানীয় জনগণ মাসুদুজ্জামানকে তারা বন্দরের নানা সমস্যার কথা বলেন। সেইসাথে স্থানীয় ভোটাররা স্বতস্ফুর্তভাবে মাসুদুজ্জামানের গণসংযোগে অংশ নেন। গণসংযোগের সময় তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন, বিএনপি বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুসার, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মসিউর রহমান মশি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লা মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২০ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনির পাঠানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
Leave a Reply