বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো পার্কিং করা বাস সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছিল  প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমাদের কাছে সমান: ডিসি রায়হান কবির আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি, এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছানো: মাসুদুজ্জামান  মুকুল, শকু ও মুরাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার  ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় পলির দানা তৈরির কারখানায় ভয়াবহ আগুন  বন্দরের মদনপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত ধানের শীষের প্রার্থী মান্নানের বিরুদ্ধে মানববন্ধন সাজানো সিদ্ধিরগঞ্জে ধানের শীষের প্রার্থী মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ  মাসুদুজ্জামানের পক্ষে নাসিক ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

মুকুল, শকু ও মুরাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলল শওকত হাসেম শকু ও মো. গোলাম নবী মুরাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে দল।

বুধবার (১৯ নভেম্বর) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সদস্য শওকত হাসেম শকু, নাসিকের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

শওকত হাসেম শকু ও গোলাম নবী মুরাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেরও কাউন্সিলর ছিলেন।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠলে আতাউর রহমান মুকুল, শওকত হাসেম শকু ও মো. গোলাম নবী মুরাদকে বহিষ্কার করে বিএনপি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।