মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রায় ঘোষণাকে কেন্দ্র করে মহানগর বিএনপির বিক্ষোভ  কোনো ভেদাভেদ নয়- আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো: মান্নান  রায় ঘোষণার পর সারাদেশের মতো নারায়ণগঞ্জেও নিরাপত্তা জোরদার খুব শিগগিরই এ স্কুল সোনারগাঁয়ের অন্যতম আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে: সজীব বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির  নেতা এস এম আসলাম এবং টিএইচ তোফার বহিষ্কারাদেশ প্রত্যাহার রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবলীগ নেতা আটক ফতুল্লায় আজমেরী ওসমানের দুই সহযোগীসহ ৩ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আল আমিন  ডেঙ্গু আক্রান্ত টিপুকে দেখতে গিয়ে পাশাপশি মাসুদুজ্জামান – সাখাওয়াত  নারায়ণগঞ্জ-৫ আসনের সাধারণ ভোটাররা মাসুদুজ্জামানের পাশে আছে : এড. গালিব

নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আল আমিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।

সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মনোনয়ন ফরম গ্রহণের পরপরই কার্যালয়ে উপস্থিত নারায়ণগঞ্জ এনসিপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো কার্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, “ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে আসছি। বুলেটের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রেখেছি আমরা। আজ তার ফাঁসির রায় ঘোষণার পেছনেও আমাদের দীর্ঘ আন্দোলনের প্রতিফলন রয়েছে। এই ঐতিহাসিক দিনে গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিতে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে বহুদিন ধরে আওয়ামী লীগের কুখ্যাত গডফাদার শামীম ওসমান বিনাভোটের নির্বাচনের মাধ্যমে এমপি পদে বহাল ছিলেন। মানুষের ন্যূনতম সেবাও নিশ্চিত করেননি। পরিকল্পিতভাবে ফতুল্লাকে বসবাসের অযোগ্য করে তুলেছিলেন তিনি। এই এলাকায় জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। তবে জোটগতভাবে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মনির হোসেন কাসেমী এই আসনে মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া জামায়াতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার একই আসনে এমপি প্রার্থী হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।