বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কাশীপুরে মনোনয়ন প্রত্যাশী শাহআলমের গণসংযোগ ও লিফলেট বিতরণ  দোষারোপ নয়, সবাই মিলে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে: ডিসি জাহিদুল ইসলাম  তোপের মুখে বিকেএমইএ’র সভাপতি হাতেম, আওয়ামীলীগের দোসর স্লোগান  রূপগঞ্জে গোপন বৈঠক চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী আটক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  যারা চব্বিশের জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির জোট সম্ভব না: হাসনাত আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তারা জানেন আমার অবস্থান কোথায় ছিল: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলী আমাদেরকে প্রথম ভালো হতে হবে। এরপর আমাদের দলটাকে ভালো করতে হবে: গিয়াসউদ্দিন লুট হওয়া অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

যারা চব্বিশের জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির জোট সম্ভব না: হাসনাত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়, প্রয়োজনে আমরা তাদের নেবো। তিনি বলেন, সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে তাদের সঙ্গে আমরা জোট করতে পারি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের সমবায় ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে এনসিপির জোট সম্ভব নয়। দেশের সামগ্রিক স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। আমরা সংস্কারের পক্ষে জাতীয় ঐকমত্যের প্রশ্নে সবসময় ছাড় দিয়ে আসছি।

তিনি আরও বলেন, ‘সংস্কারের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছে তারা যদি আমাদের সঙ্গে আসতে চায় আমরা তাদের নিয়ে জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, চব্বিশের জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সঙ্গে এনসিপির কোনো জোট বা নির্বাচনী অ্যালায়েন্স সম্ভব নয়।’

আওয়ামী লীগ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ কঠোর মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আমাদের সামনে ভাবতে হবে। কিন্তু আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, পেইড কিছু বুদ্ধিজীবী, তারা টকশোতে আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত দুইদিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত আওয়ামী লীগ কখনও গণমানুষের দল ছিল না। আগুন সন্ত্রাস কারা করেছিল অতীতে ও বর্তমানে কারা করেছে স্পষ্ট হয়ে গেছে গত দুইদিনের কার্যক্রমে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে এখনও অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত। তাদের নিয়ে ভাবতে হবে। বিভিন্ন গণমাধ্যমে টকশোতে এতদিন আওয়ামী লীগের ভাড়াটে সুবিধাভোগীরা দলটির পক্ষে বৈধতা উৎপাদন করলেও গত দুই দিনে আওয়ামী লীগের কার্যক্রমে আবারও স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগকে বৈধতা দেয়া সম্ভব নয়। তাদের নিয়ে এখনও ভাবতে হবে। কারণ তারা কখনও গণমানুষের দল ছিল না।’

আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের পতন ব্যালটের মাধ্যমে হয়নি যে, ব্যালটের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসা হবে। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয় সে দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। রাজনৈতিক দলের নীতি-আদর্শ যখন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। যারা ব্যালটের মাধ্যমে এই দলটিকে ফিরিয়ে আনার বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। সেজন্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও মন্তব্য করেন, ইতিপূর্বে দেশে যারা আগুন সন্ত্রাস করেছিল, আগামী নির্বাচনকে বানচাল করতে তারাই এখন আগুন সন্ত্রাস করছে।

সুষ্ঠু নির্বাচনের শর্ত: দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে আগামী জাতীয় নির্বাচন কোনো অবস্থাতেই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘দেশে সংস্কার, সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়ণের জন্য এনসিপি সাংগঠনিকভাবে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের মতো প্রশাসনকে ব্যবহার করে রাতের ভোটের মাধ্যমে আবারও যাতে দেশে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে এনসিপি সন্দিহান।’

এনসিপি নেতা জানান, চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণার কথা জানানো হবে।

উদ্বোধন অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।