নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের জল্লারপাড়, পাইকপাড়া ও ভূঁইয়াপাড়া এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ার হোসেন আনু বলেন, জনগণকে সম্পৃক্ত করে আগামীদিনে নারায়ণগঞ্জকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে সম্মিলিত করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামীদিনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের দলের মধ্যে কোনো বিভেদ নেই আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা যেকোনো মূল্যের বিনিময়ে ঐক্যবদ্ধ থেকে সবাইকে নিয়ে আগামীদিনে নারায়ণগঞ্জের উন্নয়নের লক্ষ্যে মাসুদ ভাইয়ের নেতৃত্বে কাজ করবো। ধানের শীষের প্রার্থীকে জনগণের সমর্থন আদায় করে জয়যুক্ত করবো।
তিনি আরও বলেন, আগামীদিনে নারায়ণগঞ্জকে একটি নিরাপদ বসবাস উপযোগী, সামাজিক সুশাসন, মানব সম্পদের উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং নির্মূলে গণমানুষের যে আশা আকাক্সক্ষা রয়েছে তা বাস্তবায়নে ১৭নং ওয়ার্ডে এই গণসংযোগ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ইফতেখার কায়েস রুমেল, সরকার আলম, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মাতবর, ১৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মন্টু, আলমগীর বেপারী, ১৭নং ওয়ার্ড বিএনপি নেতা নাজির আহাম্মেদ মোঃ সোহেল, মোঃ আরিফুর রহমান, মোঃ মহসীন, মোঃ আলমগীর শিকদার, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন, দেলোয়ার, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি মোঃ মোশাররফ হোসন, বিএনপি নেতা মীর্জা শিপন, আওলাদ, ইব্রাহিম, বাশার, জালাল, জামান, যুবদল নেতা সেলিম, কৃষক দল নেতা সুজন, সঞ্জু, জিতু, ছাত্রদল নেতা নসু, যুবদলের পাভেল, রাজু প্রমুখ।
Leave a Reply