-
- নারায়নগঞ্জ, ফতুল্লা
- আমরা নারায়ণগঞ্জে রাজনীতি করি আমাদের কাছে সবার আগে এই নারায়ণগঞ্জ: রাজীব
- প্রকাশিতঃ অক্টোবর, ২৪, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
- 9 বার দেখা হয়েছে

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার ধানের শীষ ও বিএনপির ৩১ দফার প্রচারনা চালিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীব।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি। এসময় রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। সাধারণ মানুষের মাঝে ৩১ দফা সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র সংস্কারে কী কী পরিবর্তন আনবে তা নিয়ে গণসংযোগ করেন তিনি। পাশাপাশি ভোটারদের ৩১ দফা সম্পর্কে ভালোভাবে জানার আহ্বান জানান তিনি।
এসময় রাজীব বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীতা থাকবে। বিএনপি প্রতিযোগীতা প্রতিদ্বন্দ্বীতার রাজনীতিতে বিশ্বাস করে। ষড়যন্ত্রের রাজনীতি আগেও ছিল এখনও আছে। তবে আমরা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা জনগণের আস্থায় বিশ্বাসী। সেটাকে আমরা আমাদের কর্মকান্ডের মাধ্যমে প্রতিফলিত করবো।
তিনি বলেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে। অন্য দেশের ঘটনাও বিএনপির ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এক শ্রেনীর মানুষ আছে যারা ভাল কিছু দেখলে সেখানে গিয়েও খারাপ মন্তব্য করে। তাদের অবয়ব ট্রেন্ড দেখলেই বোঝা যায় তারা কোন দলের সমর্থক। যারা গালি দেন তাদের গালিকে আমরা সানন্দে গ্রহন করছি। আমার চেষ্টা থাকবে তারা যেন দুই দিন পর দুহাত তুলে আমার জন্য দোয়া করে। আমরা আমাদের কাজের মাধ্যমে তাদের গালিকে দোয়ায় রুপান্তরিত করতে চাই।
তিনি বলেন, তারেক রহমানের চিন্তা বাংলাদেশের মানুষকে ঘিরে। আমরা নারায়ণগঞ্জে রাজনীতি করি আমাদের কাছে সবার আগে এই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের সকল দলের নেতৃবৃন্দের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। অন্য কোন দলের সমর্থক বা নেতৃবৃন্দদের আমরা নেতিবাচক মন্তব্য করে আমরা তাদের কাতারে নিজেদের নিয়ে যেতে চাই না।
তিনি বলেন, বিএনপি নারীদের জন্য ফ্যামিলি কার্ড করে দিবে। এই কার্ডের মাধ্যমে আপনার সন্তানদের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও ক্ষুদ্র ঋণের ব্যাবস্থা করে দেয়া হবে। নিন্মবিত্তরা অনেক সময় খাদ্য কষ্টে ভোগে। এজন্য এ কার্ডটা মহিলাদের নামে হবে।
খবরটি সবার সাথে শেয়ার করুন
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply