নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষকদের দীর্ঘদিনের সব সমস্যা ও বৈষম্য দূর করা হবে।
সোমবার (২০ অক্টোবর) রূপগঞ্জ উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জীবনের প্রতিটি স্তরে সংগ্রাম করে আমি এই জায়গায় এসেছি। আজ আপনাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। শিক্ষা আজ বাণিজ্যিক হয়ে পড়েছে, এটা বন্ধ করতে হবে। সাধারণ ছাত্রদের জন্য পড়াশোনার সুযোগ সৃষ্টি করতে হবে। বিএনপি নির্বাচিত হলে শিক্ষকদের সব সমস্যা দূর করা হবে। আমাদের নেতা শিক্ষকদের নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের সন্তানেরা যেন সুশিক্ষা পায়, সেটি নিশ্চিত করতে চাই। শিক্ষকরা বিগত সরকারের বৈষম্যের শিকার হয়েছেন। শিক্ষকদের দায়িত্ব পালনে রাজনৈতিক পরিচয় নয়, পেশাগত দায়িত্বই সবচেয়ে বড় বিষয়।”
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান, স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।
Leave a Reply