সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় ঘুরতে নিয়ে দুই নারীর সহায়তায় তরুনীকে ধর্ষণ  নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় থেকেও আপনারা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন: মাসুদুজ্জামান  সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মতবিনিময়  হাজী জালালউদ্দিন ও যুবদলের নেতা স্বজনের কবর জিয়ারত করলেন মাসুদুজ্জামান  চাষাড়ায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান, এক লাখ টাকা জরিমানা   ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ জন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপত্তিকর বক্তব্যের অভিযোগ মুফতি কাশেমীকে শোকজ ছাত্র-জনতার মুখোমুখি নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান  তরুণরা কাজ করতে চায়, কিন্তু ফান্ডের অভাবে এগোতে পারে না: মাসুদুজ্জামান  হাশেম ফুডসকে পরিবেশ দূষণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীরা গুলশান কার্যালয়ে, ঐক্যবদ্ধের নির্দেশ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রাজধানীর গুলশান কার্যালয়ে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কয়েকজন নেতাকে। তারা প্রায় সকলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনকে কেন্দ্র করে দলটির নেতাদের কেন্দ্রীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এ উপস্থিতি রাজনৈতিক অঙ্গণে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে যান নেতারা। জেলা ও মহানগর বিএনপির নেতাদের কয়েকজনের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গুলশান কার্যালয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাবা আবুল কালামের পক্ষে যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ আরও কয়েকজনকে।

একটি ছবিতে পাশাপাশি দাঁড়ানো অবস্থায় আশা ও টিপুকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তাদের পাশেই ছিলেন সাখাওয়াত হোসেন ও রাজীবও। স্থানীয়ভাবে টিপু ও আশার মধ্যে দ্বন্দ্বের কথা সকলেই জানেন। গত বছর বন্দরে দলীয় কর্মীদের হামলায় আহত হন আবু আল ইউসুফ খান টিপু। ওই সময় হামলার ঘটনায় মামলায় টিপু মামলায় আবুল কাউসার আশাসহ তার ঘনিষ্ঠদের আসামি করেন। তখন থেকেই তাদের দ্বন্দ্বের বিষয়টি আরও প্রকাশ্যে আসে। তবে, গুলশান কার্যালয়ে তাদের হাস্যোজ্জ্বল ছবি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

যোগাযোগ করা হলে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, “মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কেন্দ্র জরিপ করেছে। সেই জরিপ থেকে কয়েকজনকে গুলশান কার্যালয়ে ডাকা হয়। দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সেখানে ছিলেন। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে বলেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।