নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উপদ্রব কমাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এক মশক নিধন কর্মসূচি পালন করেছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের টানবাজার থেকে শুরু হয়ে আধুনিক মশক নিধন ফগার মেশিনের সাহায্যে শহরের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন এবং আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তারা বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের মহানগর বিএনপির এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা চাই, সবাই মিলে সচেতন হয়ে এলাকাকে মশামুক্ত রাখতে কাজ করি। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোও যদি এভাবে উদ্যোগী হয়, তাহলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।”
কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজল, জুনায়েদ আলম ঝলক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা এবং সাংগঠনিক সম্পাদক কায়সার রায়হান খান।
Leave a Reply